শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      
গ্রামবাংলা
চুরি হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ১
নিয়াজ আহমেদ সিপন, লালমনিরহাট
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:২৭ পিএম  (ভিজিটর : ১৭৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারের একটি দোকান থেকে চুরি হওয়া ১৯টি মোবাইল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় বাবু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে ২০ ডিসেম্বর রাতে সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই নুরুল হক সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে বাবু মিয়াকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বাবু মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ ও ১০ নভেম্বর রাতে কাকিনা বাজারের সওদাগর মার্কেটের রিতু টেলিকম শোরুম থেকে চোরেরা ২৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৩৩টি বাটন ফোন এবং নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা চুরি করে। এই ঘটনায় দোকান মালিক রেজওয়ান কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বাবু মিয়াকে গ্রেফতার করার পর চুরি হওয়া ১৯টি মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ১৮টি বাটন ফোন রয়েছে।

দোকান মালিক রেজওয়ান বলেন, দীর্ঘদিন ধরে এই চোর চক্রটি কাকিনার বিভিন্ন দোকানে চুরি করে আসছিল। থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। মোবাইল উদ্ধারের জন্য আমি পুলিশকে ধন্যবাদ জানাই। এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াবে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া বাকি মোবাইল এবং অন্যান্য জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের সেবা করাই পুলিশের ধর্ম, এবং এভাবেই আমরা জনগণের পাশে থাকতে চাই।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মন্দিরের দরজা ভেঙে প্রতিমাসহ স্বর্ণের মুকুট চুরি
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল
ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝