১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আজকের দিনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ শুরুর পর ১০ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ঈশ্বরদী শহরের দখল নেয়। এর পরের নয় মাসে এই অঞ্চলে তাদের হাতে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ নির্মমভাবে হত্যার শিকার হয়।
১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পরও ঈশ্বরদী হানাদার মুক্ত হতে পাঁচ দিন সময় লাগে। ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ঈশ্বরদী শহরে প্রবেশ করলেও পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা ঈশ্বরদীর ইক্ষু গবেষণা কেন্দ্র, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ফাতেমোহাম্মদপুর ও লোকোসেড এলাকায় অবস্থান নেয়।
মুক্তিযোদ্ধারা তাদের আত্মসমর্পণের আহ্বান জানালে পাকিস্তানি বাহিনী জানায় যে তারা কেবল ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। আলোচনার মাধ্যমে স্থির হয় যে উভয়পক্ষ কেউ আগে গুলি চালাবে না।
অবশেষে, ২১ ডিসেম্বর কুষ্টিয়া থেকে আগত মিত্র বাহিনীর ৫৭ মাউন্টেন ডিভিশনের ব্রিগেডিয়ার রঘুবীর সিং-এর কাছে পাকিস্তানি বাহিনীর ব্রিগেডিয়ার মনজুর আহমেদ আত্মসমর্পণ করেন। এ দিনই ঈশ্বরদী শহর হানাদার মুক্ত হয় এবং স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়।
কেকে/এএম