নেত্রকোনার মদনে শাহী মসজিদে সামনে থেকে সকালে মদনে উপজেলা তৌহীদি জনতার উদ্যোগে সাদপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের হয়।
শনিবার (২১ ডিসেম্বর) মদন পৌরসভার শাহী মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বিগত টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে নিরহ মুসলমানদের উপর সাদপন্থী কুখ্যাত নরপিশাচরা হামলা করে বেশ কয়েকজনকে হত্যা করে,এবং তিনশতাধিক আহত করে। তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতি, আনোয়ার হোসাইন, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, হাফেজ মো. আব্দুর রউফ, মুফতি শফিকুল ইসলাম, মুফতি তানফিজুর রহমান ও আব্দুল লতিফ মোতাহার।
বক্তারা দাবি করেন, মদন উপজেলার সাদপন্থীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। মদন পৌর সভার মগড়া নদী পাড়ে সাদপন্থীদের নির্মিত মার্কাজ নামক আস্তানাটি উচ্ছেদ করা ও উপজেলার কোন মসজিদে সাদপন্থীদের অবস্থান করতে পারবে না।
কেকে/এএম