কৃষির অগ্রগতির জন্য কৃষি গবেষণা প্রচার ও প্রসারে জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোরশেদ।
শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত “এগ্রি বিজনেস মার্কেটিং, ইনভেস্টিগেটিং এবং ডিজিটাল মিডিয়া সাংবাদিকতা” শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুব মোরশেদ বলেন, দেশের বিভিন্ন বিভাগে গবেষণার প্রচার কার্যক্রম চলমান থাকলেও কৃষি গবেষণা নিয়ে প্রচারণার ঘাটতি রয়েছে। এর অন্যতম কারণ পাঠকদের কৃষি গবেষণায় কম আগ্রহ। এসব কারণে অনেক পত্রিকা এই সংবাদ প্রচারে দূরে থাকেন। কৃষির উন্নয়নে কৃষি গবেষকদের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। কৃষকদের চাহিদা ও গল্প তুলে ধরার প্রতি জোর দিতে হবে।
এই প্রশিক্ষণ কর্মশালাটি গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) উদ্যোগে আয়োজন করা হয়।
এ সময় বাকৃবি সাংবাদিক সমিতির স্মরণিকা উন্মোচন করেন অতিথিবৃন্দ। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ক্রেস্ট এবং প্রশিক্ষণে মনোযোগী সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোরশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অনুরাধা ভদ্র। এছাড়া ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবি ১৭ জন সাংবাদিকসহ অন্যান্য বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদ। বিশেষ করে সংবাদের শিরোনামের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখা বেশি জরুরি। এমন ধরনের আকর্ষণীয় শিরোনাম দেওয়া যাবে না, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে বা বিষয়বস্তুকে খারাপভাবে উপস্থাপন করে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে অর্জিত সকল জ্ঞান সাংবাদিকদের নীতিবান ও পরিপূর্ণ সাংবাদিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলে আশা করছি।
কেকে/এএম