পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত তানজিদুর জামান দিহানের (২২) ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার বাঘইলে এ হামলার ঘটনা ঘটেছে। দিহান ঈশ্বরদী পৌরসভার বাবু পাড়া এলাকার মৃত সাইদুর জামানের ছেলে। সে পাবনা এডওয়ার্ড কলেজের ফিন্যান্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দিহান, শাওন ও সাইদ মোটরসাইকেলযোগে ঈশ্বরদী থেকে পাকশী আমতলা মাঠের দিকে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘইল সাঁকোর নিকট পৌঁছালে পিছন থেকে নীল রঙের একটি ডিসকভার মোটরসাইকেলে তিনজন মুখ ঢেকে তাঁদের অতিক্রম করার সময় দিহানকে চলতি মোটরসাইকেল থেকে টান দিয়ে ফেলে দেয়। এতে দিহান ডান পায়ে গুরুতর আঘাত পান। দিহান বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ সময় ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান ছাত্ররা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলেও জানান তারা।
এ ঘটনায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহত দিহানকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং তার চিকিৎসায় যেন কোন ত্রুটি না হয় সে বিষয়ে ডাক্তারদের নির্দেশনা দেন। একইসাথে ঈশ্বরদী থানার ওসিকে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। প্রাথমিকভাবে জানতে পেরেছি সে পড়ে গিয়েছে। তদন্তসাপেক্ষে জানা যাবে আসলে কি ঘটেছে।
কেকে/এমআই