দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর-সৈয়দপুর এবং ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর বাস মালিক পক্ষ এবং পার্বতীপুর বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের কারণে তিন দিন ধরে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে অর্ধশতাধিক শ্রমিকও বেকার হয়ে পড়েছেন।
উপজেলার পার্বতীপুর বাস স্ট্যান্ডে সরেজমিনে দেখা যায়, বাসের পরিবর্তে অটোরিকশা চালু হয়েছে, যাত্রীদের অটোতে চেপে পার্বতীপুর-সৈয়দপুর অভিমুখে যেতে হচ্ছে। এতে যাতায়াতে যেমন সময় বেশি লাগছে, তেমনি ভাড়া এবং ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ফুলবাড়ী থেকে রংপুর রুটেও কোনো বাস চলাচল না করায়, চিকিৎসা সহ অন্যান্য কাজে রংপুরগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।
এক যাত্রী শারমিন আক্তার জানান, তিনি ডাক্তার দেখাতে রংপুর যাচ্ছিলেন, কিন্তু বাস বন্ধ থাকায় অটোতে যাওয়ার জন্য অনেক সময় লাগবে, এবং রাত হলে আবার অটো পাওয়া যাবে কিনা, তা নিয়ে উদ্বেগ রয়েছে। অন্য এক যাত্রী আফজাল মিয়া জানান, দেশে হরতাল নেই, তবুও বাস বন্ধ থাকায় তারা হতাশ।
ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাষ্টার সাজেদুর রহমান বলেন, পার্বতীপুর বাস মালিক সমিতির সাথে দিনাজপুর মালিক পক্ষের দ্বন্ধের কারণে গত ১৮ তারিখ থেকে ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হচ্ছে।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি আলহাজ্ব মহসিন আলী সরকার জানান, পার্বতীপুর বাস মালিক সমিতি ফুলবাড়ী-রংপুর রুটে চলাচলরত ১১টি বাসের মধ্যে তাদের ১০টি বাস চালুর দাবিতে ধর্মঘট করছে।
পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান জানান, তারা দাবি করছেন, ফুলবাড়ী-রংপুর রুটে তাদের ১০টি বাস চলতে দিতে হবে, কারণ ওই রুটের অধিকাংশ পথ তাদের এলাকা দিয়ে চলে।
দিনাজপুর বাস মালিক পক্ষের সভাপতি ভবানি শংকর আগারওয়ালা জানান, বিষয়টি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অবগত করা হয়েছে এবং আশা করা যাচ্ছে দু-এক দিনের মধ্যে সমাধান হবে।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বাস বন্ধের বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে এবং দুই পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।
কেকে/এএম