রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
শান্তিগঞ্জে জেঁকে বসেছে শীত, বেড়েছে দুর্ভোগ
নোহান আরেফিন নেওয়াজ, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৬ পিএম  (ভিজিটর : ১৬৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুয়াশা আর শৈত্য প্রবাহে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেঁকে বসেছে শীত। 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল গড়িয়ে এলেও সূর্যের দেখা মিলেনি। কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন শিশু-বৃদ্ধসহ কর্মমুখী মানুষরা।

তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন রিকশাচালক, কৃষক, দিনমজুর ও ছিন্নমূল মানুষরা। হাড়কাঁপা শীতের কারণে পর্যাপ্ত সময় কাজ করতে না পারায় উপার্জনে ভাটা পড়েছে তাদের। ফলে পরিবারের ভরণপোষণে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবি এসব মানুষের পরিবারে।

এছাড়া শীতের কারণে বোরো জমির গৃহস্থ ও কৃষি শ্রমিকরাও চরম দুর্ভোগে পড়েছেন। শীতে বরফের মত ঠান্ডা পানি ও কাঁদায় যেন হাত চলে না তাদের। অতি কষ্টে চারা রোপন করে বিকাল গড়ালেই ঘরমুখো হচ্ছেন তারা।

শীতের প্রকোপ বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ছিন্নমূল মানুষরা। শীত নিবারণে লেপ কিংবা কম্বল কেনার সামর্থ্য না থাকায় তারা চরম দুর্ভোগে রাত্রিযাপন করছেন। ফলে ঠান্ডাজড়িত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এসব পরিবারের মানুষরা। তাদের এই দুর্ভোগ লাঘব করতে সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র সহায়তার দাবি জানানো হয়েছে।

আবুল কালাম নামের পাগলা বাজারের এক রিকশাচালক বলেন, রিকশা চলানোর সময় ঠান্ডায় হাত পা অবশ হওয়ার উপক্রম হয়। বাতাসে নাক-চোখ দিয়ে পানি পড়ে। শরীর না মানলেও পেটের টানে যত সময় পারা যায় রিকশা চালাই। অল্প উপার্জন দিয়ে টেনেটুনে সংসার চালাতে হয়।

চন্দ্রপুর গ্রামের স্বামী-পুত্রহীন রহিমা বেগম বলেন, কয়েকদিন ধরে শীত বেড়ে গেছে। আমাদেরও কষ্টের শেষ নেই। শীত নিবারণের মত শীতবস্ত্র পাইনি। সরকার, জনপ্রতিনিধি, সমাজের বৃত্তবানদের সহযোগিতা চাই।

দরগাপাশার কৃষক শ্যামল চৌধুরী বলেন, বোরো ফসল রোপনের কাজ শুরু হয়েছে। প্রায় ১৪ একর জমিতে ফসল রোপন করবো এবছর। কিন্তু শীত বাড়ায় বিপাকে পড়েছি। শীতের কারণে শ্রমিক পেতে কষ্ট হয়।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ছিন্নমূল হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য ২ হাজার কম্বল বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে ১৫০টি করে কম্বল পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট কম্বল উপজেলা প্রশাসন থেকে বিতরণ করা হবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝