হবিগঞ্জ সদর উপজেলায় মসজিদ ফান্ডের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত প্রায় ৫০ জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় গ্রামবাসীর দুই পক্ষ মো. তাইবুল্লাহ ও আলহাজ্ব মিয়ার মধ্যে। মসজিদ কমিটি না থাকায় আলহাজ্ব মিয়া এ টাকা অন্য কাজে ব্যবহার করতে চান। অন্যদিকে তাইবুল্লাহ ও গ্রামবাসী টাকা ব্যাংকে জমা রাখার পক্ষে ছিলেন। এ নিয়ে শুক্রবার রাতে এক বৈঠকে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সংঘর্ষ জড়ায় দুপক্ষ।
এ ঘটনায় আহত হয়েছেন- আলাছ মিয়া, আকল মিয়া, আফসর মিয়া, মইনুল ইসলাম, জরিমান বেগম, মুশাহিদ, হাসান মিয়া, শ্যামল মিয়া, জনি মিয়া, আনছব আলী, আতর আলী, ইসলাম উদ্দিন, আমান আলী, রমজান আলী, ফারজাহান আক্তার, আব্বাস আলী, জামান মিয়া, সাদেক মিয়া প্রমুখ।
এ বিষয়ে মো. তাইবুল্লাহ বলেন, মসজিদ ফান্ডের টাকা স্বচ্ছতার জন্য ব্যাংকে জমা রাখার প্রস্তাব করেছিলাম কিন্তু আলহাজ্ব মিয়া ও তার সহযোগীরা টাকা অপচয়ের চেষ্টা করছেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান, মসজিদ ফান্ডের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় উদ্ভুত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমআই