“সমাজ পরিবর্তন স্বপ্নচারী” এই স্লোগানকে ধারণ করে মদন উপজেলার ইয়ুথ সার্কেল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে ইয়ুথ সার্কেল ফাউন্ডেশনের সভাপতি সাব্বির হুসাইন সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভের পরিচালনায় শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মদন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি হেলাল উদ্দিন, মদন পৌরসভা সাবেক কাউন্সিল হাজী শেখ বদরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ, চাঁনগাও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মকুল মিয়া, ইয়ুথ সার্কেল ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. রিমন মিয়া, মদন প্রেসক্লাব সদস্য আব্দুল লতিফ মোতাহার প্রমূখ।
কেকে/এএম