আনোয়ারা উপজেলায় জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও বটতলী এসএম আউলিয়া ডিগ্রি কলেজে পৃথক দুটি কেন্দ্রে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জিনিয়াসের ১২তম এই মেধাবৃত্তি পরীক্ষায় কেজি শ্রেণি থেকে অষ্টম শ্রেণির দেড় হাজারেরও অধিক পরীক্ষার্থী অংশ নেয়।
এ সময় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভূঁইয়া, জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, সাংবাদিক নুরুল ইসলাম, মোজাম্মেল হক, রুপন দত্তসহ আরও অনেকে।
বটতলী এস এম আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, ডি আই এম জাহাঙ্গীর আলম, মিয়া এম এ করিম, রিদওয়ানুল হক, মো. নাসিমসহ আরও অনেকে।
পৃথক দুটি কেন্দ্রের পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শিক্ষক কেএম এরশাদ হোসাইন, এম এ খালেক। হল সুপার ছিলেন রূপন কান্তি শীল ও মৃণাল কান্তি নাথ।
পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন জিনিয়াস যুগ্ম সদস্য সচিব সুশান্ত শীল, মহসিন পারভেজ, এমডি রাজু, হাসান জাহাঙ্গীরসহ বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষক-শিক্ষিকা।
আগামী ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরে এ পরীক্ষা অুনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ।
কেকে/এমআই