জেলার ডোমারে ভরসা আক্তার দিশা (২৪) নামে দুই সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মটুকপুর ইউনিয়নের মেম্বারপাড়া এলাকার সরকারী ফরেষ্ট বাগানের ইপিল গাছ থেকে এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দিশা মেলা পাঙ্গা এলাকার দুলু মিয়ার মেয়ে ও ডিমলা উপজেলার ঠুটার ডাঙ্গা বাকরোসা ডাঙ্গা এলাকার মো. সাদ্দাম হোসেনের স্ত্রী।
নিহত দিশার বাবা দুলু মিয়া জানান, ৬ বছর আগে সাদ্দামের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর সে দুই সন্তানের মা হন। গত এক বছর থেকে সে মানসিক ভারসাম্য অবস্থায় রয়েছে। গত শুক্রবার রাতে মেয়ের জামাই মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমার বাড়িতে আসে। রাতে পরিবারের সবাই খাবার খাই। এক পর্যায়ে সকলের অগোচরে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় আমার মেয়ে দিশা। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। সকালে লোকজনের মুখে শুনতে পাই একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার মেয়ে দিশা গরু বাধার রশি দিয়ে ফরেস্টের ইপিল গাছে ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ঝুলন্ত মরদেহ উদ্দারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত দিশা মনির বাবা ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
কেকে/এএম