চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের ওপর ইউনিয়ন পরিষদেই অতর্কিত হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
২০ ডিসেম্বর (শুক্রবার) রাতে কলাউজান ইউনিয়নের বাংলা বাজার এলাকায় প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সত্য প্রকাশের জন্য। ১৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদে আমার ওপর অতর্কিত হামলা হয়। দায়িত্ব পালনে সচেষ্ট থাকলেও একটি পুরনো অভিযোগ সমাধানের পর পুনরায় বৈঠক বসার অনুরোধ প্রত্যাখ্যান করায় কনে পক্ষের লোকজন অসন্তুষ্ট হয়ে এই হামলা চালিয়েছে। প্রায় ১০-১২টি মোটরসাইকেলে এসে তারা আমাকে ঘিরে ফেলে এবং কোনো কিছু বোঝার আগেই মারধর করে পালিয়ে যায়। আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং আইনানুগ বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন বিএনপির সিনিয়র আহ্বায়ক হোসাইন সওদাগর, সিনিয়র সদস্য সচিব রফিক মিঞা, ইউনিয়ন যুবদলের সংগঠক জসিম উদ্দিন ও শাহ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলহাম কলি, কলাউজান জাসাস’র সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মিসকাত, কলাউজান জাসাস’র যুগ্ম আহবায়ক এরফান, লোহাগাড়া জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মিকাত ইসলাম মাহি, কলাউজান ইউনিয়ন যুবদলের সংগঠক মোহাম্মদ ফরহাদ প্রমুখ।
এ সময় লোহাগাড়ায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
কেকে/এএম