মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
৬ কার্তিক ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
শিরোনাম: সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত      বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম      রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম      গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দালালদের বহিষ্কার করতে হবে: মাহমুদুর রহমান      প্রাথমিকে সাড়ে ৯ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অনুমোদন      মুশফিক-জয়ের ব্যাটে আলোর খোঁজে বাংলাদেশ      বঙ্গভবন ঘিরে নিরাপত্তা জোরদার      
গ্রামবাংলা
কালাইয়ে বিএনপির নেতা বিরুদ্ধে দোকানঘর জবর দখলের অভিযোগ
মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:২৬ পিএম  (ভিজিটর : ২১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারের এক হোটেল ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানঘর জবর দখলের অভিযোগ উঠেছে মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে।

এ ঘটনায় হোটেল ব্যাবসায়ী মোঃ রেজাউল করিম তালুকদার মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিনে দেখা যায়, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে এ উপজেলার মাত্রাই বাজারের পশ্চিম পাশে শান্তিপূর্ণভাবে হোটেল ব্যবসা করে আসছেন রেজাউল করিম তালুকদার। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে জাহিদুল ইসলাম সদলবলে ওই হোটেলে প্রবেশ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ব্যবসায়ী রেজাউল করিমকে গলা ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেয়। এরপর ওই হোটেলে তালা ঝুলিয়ে দেন জাহিদ। এ সময়ে হুমকি দিয়ে বলা হয়, ফের দোকানে এলে তাঁকে হত্যা করা হবে। এরপর তারা ওই দোকানটিকে বিএনপির দলীয় কার্যালয়ে রূপ দেন। তারপর দোকানের সামনে টাঙিয়ে দেন দলীয় সাইনবোর্ড।

এ বিষয়ে ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী রেজাউল করিম তালুকদার খোলা কাগজকে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ, ওই দোকানের উপার্জনে আমার সংসার চলে। দোকানঘরে আমার রেফ্রিজারেটর, চেয়ার, টেবিল, ফ্যানসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল ও আসবাব আটকে আছে। এ ঘটনায় আমি মারাত্মক অসুস্থ হই। চিকিৎসা নিই বগুড়া টিএমএসএস হাসপাতালে। সুস্থ হয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে লিখিত একটি অভিযোগ দিয়েছি। আশা করি সুবিচার পাব।

এ বিষয়ে জাহিদুল ইসলাম খোলা কাগজকে বলেন, চাঁদা দাবির বিষয়টি সত্য নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে হোটেলের জায়গাটিতে বিএনপির লোকজন বসতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জায়গাটিতে হোটেল করা হয়েছে। অনেক দিন ধরে হোটেল বন্ধ রয়েছে। সেই জায়গাটি নেওয়ার জন্য হোটেলের মালিকের কাছে গিয়ে সব জিনিস সরিয়ে নিতে বলা হয়েছিল। তিনি সরিয়ে নিয়েছেন। পরে জায়গাটিতে কার্যালয় করা হয়েছে।

এ বিষয়ে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির খোলা কাগজকে বলেন, বিএনপির সরকারের শাসনামলে ওই দোকানের স্থানে বিএনপির দলীয় কার্যালয় ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেটি মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যরা দখলে নিয়েছে বলে জানি। তবে এ কাজে আমি কোনো নির্দেশ দিইনি। তবে সেটিকে দলীয় কার্যালয় করার কথা নয়। এ ধরনের কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন খোলা কাগজকে বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনাটি আমি কালাই থানায় যোগদানের আগের। তারপরও বিষয়টি আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   দোকানঘর   জবর দখল   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মতলব উত্তরের কুখ্যাত সন্ত্রাসী বাবলা খুন, আটক ৫
সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত
বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম
ঈশ্বরগঞ্জে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার
রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সর্বাধিক পঠিত

গজারিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ডাকাত সর্দার বাবলা নিহত
ব্যারিস্টার সুমন গ্রেফতার
ডিবি হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ
কিশোরগঞ্জে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে এসিল্যান্ড
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝