রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’-এর মঞ্চে উঠে আসেন জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ, আহত ও আন্দোলনকারীদের পরিবারের সদস্যরা।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এই কনসার্টে তারা ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চিরকুট ব্যান্ডের পরিবেশনা শেষে আজানের বিরতির পর মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তার সঙ্গে ছিলেন আন্দোলনে হাত হারানো আতিকুল ইসলাম, মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মন, নিহত সৈকতের বোন, মুগ্ধর ভাই সিগ্ধ, এবং আহনাফের মা।
সারজিস আলম তরুণদের উদ্দেশে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সারা দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে অতীতে সফল হতে পারিনি। তবে ২০২৪-এর আন্দোলনে আমরা একসাথে হয়েছি, তাই তাকে (হাসিনাকে) পালাতে বাধ্য করতে পেরেছি।
আহনাফের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানকে যারা হত্যা করেছে, সেই হাসিনার বিচার চাই। সরকার পতনের চার মাস পেরিয়ে গেলেও হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা মেনে নেওয়া যায় না।
ছাত্র-জনতার আন্দোলনে নিহত সৈকতের বোন বলেন, যতদিন বাংলার মাটিতে খুনি হাসিনার বিচার না হবে, ততদিন আমরা লড়াই চালিয়ে যাব।
হাত হারানো আতিকুল ও মুখমণ্ডল হারানো খোকন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন।
কেকে/এএম