প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:২৬ এএম (ভিজিটর : ৪৪)
ফাইল ছবি
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে দুর্ঘটনার একদিন পরও বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার হয়নি।
দুর্ঘটনাস্থলে দেখা মেলেনি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের। কখন উদ্ধার কাজ শুরু হবে, তা বলতে পারছে না কেউ। ব্রিজ মেরামতের বিষয়েও কোনো অগ্রতি নেই। ট্রাকচালক আহত হলেও খোঁজ মেলেনি হেলপারের।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প পথে চলতে পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ট্রাকচালকদের কামারপাড়ার মুন্নুগেট ও গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে যায়। এ ঘটনাযর পর থেকে ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
কেকে/এআর