ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে’র একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে, মারা গেছেন এক প্রাইভেট কার চালক। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি জায়গায় অন্তত ১০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। আহতদের স্থানীর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টা নাগাদ, একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় সিরিয়ালে থাকা একটি প্রাইভেট কার। গাড়ি চালক ফরহাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে, তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রোববার(২২ ডিসেম্বর) ভোরে তীব্র কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর থেকে চালতি পাড়ায় তিন কিলোমিটার মহাসড়ক জুড়ে মাওয়াগামী কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে অন্তত ১০ জন আহত হয়েছে। সড়কে ঘন্টাখানিক যানবাহন চলাচল বন্ধ ছিলো। আহতদের মধ্যে দুজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে,বাস চালক ফরহাদ হোসেনের মারা যায় বলে জানান হাসপাতাল কর্তুপক্ষ। আর বাসের হেল্পার জাকির হোসেনকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তারা।
কেকে/এআর