দেশের রাজনৈতিক-অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘১২ দলীয় জোট’, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
এদিন বিকাল ৪টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্য বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।
এছাড়াও বৈঠকে অংশ নেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসের রিয়াজ।
কেকে/এমএস