প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:২৪ পিএম (ভিজিটর : ৫৯)
ফাইল ছবি
পদ্মা নদীর চাঁদপুরের হরিনা এলাকায় কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
শনিবার ( ডিসেম্বর) রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কীর্তনখোলা-১০ লঞ্চ, আর একই সময়ে ঢাকা থেকে বরিশালের দিকে রওনা দেয় প্রিন্স আওলাদ-১০। পথিমধ্যে চাঁদপুরের হরিনা এলাকায় ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটি একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের অন্য একটি লঞ্চ, শুভরাজ, উদ্ধার করে বরিশালে পৌঁছায়। তবে কীর্তনখোলা-১০ লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও যাত্রা অব্যাহত রাখে।
কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ হিসেবে ঘন কুয়াশার কথা উল্লেখ করেছে এবং এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে।
তারা জানিয়েছেন, লঞ্চ দুটি নিরাপত্তা ব্যবস্থা ও পরবর্তী পদক্ষেপের জন্য নৌবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
কেকে/এআর