পিরোজপুরের কাউখালীতে দুষ্কৃতকারীর দেয়া আগুনে রোকেয়া বেগম নামে এক বিধবা নারীর বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের দর্জাওয়ালা বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতকা গ্রামের মৃত জয়নাল হাওলাদারের অসহায় স্ত্রী রোকেয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। তিনি গত ৪/৫ দিন যাবৎ পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলায় তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এরই মধ্যে শনিবার রাত ৮ টার দিকে ওই নারীর ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা আসার আগেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে ঘরটি ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ওই ঘরে বৈদ্যুতিক সংযোগও ছিলনা। ঘরটিতে দূষ্কৃতিকারীরা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটাতে পারে বলে স্থানীয়রা ধারণা করেন।
এর আগেও দুই বার ওই নারীর বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই নারী বাড়িতে না থাকায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কেকে/এমএস