গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবার জন্য হাসপাতালে যাতায়াত সহজ করতে এবং বান্দরবানবাসীর ভোগান্তি কমাতে “নাগরিক সেবা” নামে একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউসে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানবাসীর সেবায় ব্যক্তি উদ্যোগে এমন মানবিক কাজ প্রশংসনীয়। গরিব ও অসহায় মানুষের জন্য সুলভ মূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য আমি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমানকে ধন্যবাদ জানাই। আশা করি, এ উদ্যোগ মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের সকল সামর্থ্যবানদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবুল কালাম, মো. নাছির উদ্দিন, মাধবী মারমা, খুরশিদা ইসহাক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি।
কাজী মজিবর রহমান জানান, “নাগরিক সেবা” অ্যাম্বুলেন্সটি বান্দরবান থেকে দেশের যে-কোনো প্রান্তে উন্নত চিকিৎসার জন্য রোগীদের যাতায়াতের সুবিধার্থে ব্যবহার করা হবে। বিশেষ করে গরিব ও অসহায় রোগীরা সুলভ মূল্যে দিনরাত ২৪ ঘণ্টা এই সেবা নিতে পারবেন।
কেকে/এএম