জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া এলাকা থেকে এক মাদক কারবারি গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব -৫।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-৫ র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলার পুনট ইউনিয়ন পশ্চিম নয়াপাড়া গ্রামের মোশারাফ হোসেন ফকিরের ছেলে স্বপন ফকির।
র্যাব সূত্রে জানা যায় যে, স্বপন জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে গত মধ্যরাতে এ উপজেলার পুনুট ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে করেছে র্যাব। গ্রেফতারে সময় স্বপনের কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএম