পিকেএসএফের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন, ব্যুরোক্রেসিতে কাজ করা ভেরি ডিফিকাল্ট থিং। রাজনীতি করা সহজ কিন্তু আমলার কাজ করা কঠিন। এতে এতো চিন্তা ভাবনা করতে হয়। সাসপেন্ডও হতে চায়না, প্রমোশনও চায়, চাকরিও করতে চায় আবার খারাপ পোস্টিং ও পেতে চায়না।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাকির আহমেদ খান বলেন, আমি কোন দিন ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম না, সরাসরি সেক্রেটারি। আমি আওয়ামী লীগ সরকারের সাথে, বিএনপি সরকারের সাথে ও তত্ত্বাবধায়ক সরকারের সাথে সমানতালে কাজে করছি। আমাকে অনেকেই বলতো এই লোকটা সবার সাথে কিভাবে কাজ করতেছে। শেখ হাসিনা আমাকে যেভাবে জানতেন; খালেদা জিয়াও সেভাবেই জানতেন। সাইফুর রহমান আমাকে স্নেহ করতেন এবং শাহ এম এস কিবরিয়া আমাকে স্নেহ করতেন।
পিরোজপুরের কৃতি সন্তান জাকির আহমেদ খান সাংবাদিকদের পিরোজপুরের রাস্তাঘাটের খারাপ অবস্থার বিষয়ে সংবাদপত্রে তুলে ধরার পরামর্শ দেন। মফস্বলের দুর্দশার কথা পত্রিকায় তুলে ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, এলাকার মানুষ এগুলো জানতে চায়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিম। বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. সেলিম হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি গৌতম নারায়ন রায় চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও আরিফ মোস্তফা।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
কেকে/এমআই