মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাভারে দেশের শীর্ষ স্থানীয় ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং পরিদর্শনের মধ্য দিয়ে এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়।
কোর্সের অংশ হিসেবেই বিভাগের পক্ষ থেকে এ ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করা হয়। এতে নেতৃত্বে ছিলেন ইইই বিভাগের অধ্যাপক মো. এরশাদুল হক চৌধুরী। অন্য শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মো. দীন ইসলাম ও তাহরিমা আশরাফ নিথি।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারের উৎপাদন ও ব্যবহারিক দিক ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন। এ সময় পরিদর্শনে সহয়তা এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন জিজ্ঞাসা ও তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করেন এনার্জিপ্যাক ইিঞ্জিনিয়ারিংয়ের অ্যাডমিন অ্যান্ড ইউটিলিটি বিভাগের মহাব্যবস্থাপক মোঃ শফিক উদ্দিনসহ সহকারী প্রকৌশলীবৃন্দ।