র্যাব-১৩ এর তৎপরতায় রাজারহাটে অভিনব কৌশলে পাচারকালে ৩৫ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রাজারহাট বাজারের রেলগেট মোড় দিয়ে খড় ভর্তি পিকআপটি পার হওয়ার সময় র্যাব-১৩ এর সদস্যরা সেটি আটক করেন। পরে পিকআপটি স্থানীয় রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে নিয়ে গিয়ে খড় নামানোর পর নিম্নাংশ থেকে ৭টি পোটলায় মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় পিকআপ চালককেও আটক করা হলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
র্যাব-১৩ এর এস আই মোস্তাফিজ বলেন, আমাদের কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, আটককৃত পিকআপটি থানায় পাঠানো হয়েছে। তবে এজাহার এখনো দায়ের হয়নি।
কেকে/এএম