নরসিংদীতে হুমায়ুন কবির (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বুত্তরা।
শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়তের মসজিদের সামনে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত হুমায়ুন মেহেড়পাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১২টার দিকে একই এলাকার পরিচিত দুইজন যুবক হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা অন্যরা। এসময় মাঠে থাকা তার স্বজনরা এগিয়ে গেলে তাদেরকে লক্ষ্যভ্রষ্ট গুলি ছুড়ে মোটরবাইকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত হুমায়ুনের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। নিহত হুমায়ুন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবেই পরিচিত। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করেনি নিহতের পরিবার।
কেকে/এমআই