“শহিদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ” এই স্লোগানে মুখরিত হয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি মো. শিহাবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শহীদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস ফরিদা ইয়াসমিন এবং ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বিগত বছরগুলোর স্মৃতিচারণ করে বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তার সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমানের সঠিক নেতৃত্বের প্রতিফলন আজকের এই ঐক্যবদ্ধ বিএনপির কর্মীসভা।
তিনি আরও বলেন, গত ১৭ বছরের আওয়ামী সরকারের হামলা, মামলা এবং শারীরিক নির্যাতনে জর্জরিত ছিল ভেড়ামারা উপজেলা বিএনপি। মহান আল্লাহর অশেষ কৃপায় তারা এখন সেই বিপদ থেকে মুক্তি পেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে দেশে এমন বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সভায় বিএনপির বিভিন্ন নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
কেকে/এএম