মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে হিসাববিজ্ঞানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিএসই বিভাগ।
রবিবার (২২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে জমজমাট এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মাহফুজ রেজার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে বলেন, সিএসই বিভাগের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলায়ও ভালো। পাশাপাশি হিসাববিজ্ঞান বিভাগের খেলোয়াড়দেরও প্রশংসা করেন। এছাড়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন।
প্রসঙ্গত, গত ৫ই নভেম্বর শুরু হওয়া এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের দল অংশগ্রহণ করে।
কেকে/এমআই