বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলকে নয়, তার শাশুড়িকেও মুগ্ধ করেছেন। ভিকির সঙ্গে বিয়ের পর পুরোপুরি পঞ্জাবি পরিবারে পরিণত হয়েছেন ক্যাট, যিনি ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন। সম্প্রতি ক্যাটরিনা তার শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন, যেখানে তাদের সম্পর্কের অটুট বন্ধন নেটিজেনদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করে।
ক্যাটরিনা ও বীণার এই সম্পর্কের মধ্যে একটি বিশেষ দিকও রয়েছে—ক্যাটরিনার চুলের যত্নে বীণা কৌশলের অবদান। ক্যাটরিনা নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, তার শাশুড়ি মা নিজ হাতে একটি বিশেষ তেল তৈরি করেন, যা তার চুলের জন্য খুব উপকারি। তেলে আমলকি, অ্যাভাকাডো ও আরও কিছু উপাদান মিশিয়ে এটি তৈরি করা হয়। ক্যাটরিনা জানিয়েছেন, এই তেল তার চুলের জন্য অত্যন্ত কার্যকরী এবং এর ফলে তার চুল হয় মসৃণ ও ঝলমলে।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের এক রাজবাড়িতে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের আগের দিন পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে কিছুই প্রকাশ্যে আসে না। তারা এখনও একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি, তবে ক্যাটরিনা একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে বেশ ভালো লাগবে।
ভিকি বর্তমানে 'লভ অ্যান্ড ওয়ার' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত, এবং ক্যাটরিনা শেষবার 'মেরি ক্রিসমাস' সিনেমায় দেখা গিয়েছিলেন।
কেকে/ এএম