দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নতুন সিনেমা পুষ্পা ২: দ্য রুল বক্স অফিসে রেকর্ডসংখ্যক আয় করছে। তবে এর সঙ্গে সঙ্গে বেড়েছে বিতর্ক এবং বিক্ষোভ। বিশেষ করে, আল্লু অর্জুনের সঙ্গে জড়িয়ে উঠেছে রাজনৈতিক বিতর্কও।
রোববার (২২ ডিসেম্বর) হায়দরাবাদের জুবিলি হাউসের কাছে এক দল মানুষ পাথর ছুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লু সামাজিক মাধ্যমে তার ভক্তদের শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ইনস্টাগ্রামে আল্লু লিখেছেন, আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাচ্ছি তারা যেন আবেগের সময় দায়িত্বশীল হন এবং কোনো ধরনের অশালীন মন্তব্য বা আচরণ থেকে বিরত থাকেন। যদি কেউ ভুয়া প্রোফাইল ব্যবহার করে এই ধরনের আচরণ করে, তবে আমি আইনি পদক্ষেপ নেব।
এছাড়া, গত ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর প্রিমিয়ার চলাকালীন এক ভীড়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয় এবং তার নাবালক পুত্রও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই কিশোরের মস্তিষ্কের মৃত্যু ঘটতে পারে। এই ঘটনায় গ্রেফতার হন আল্লু অর্জুন, তবে পরের দিন তিনি জামিনে মুক্তি পান।
এদিকে, আল্লু দাবি করেছেন যে, এ ঘটনার পর একাধিক ভুল খবর প্রচারিত হচ্ছে এবং এটি তার প্রতি চরিত্রহননমূলক আচরণ বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, এটা অপমানজনক। ভুল খবর ছড়ানো হচ্ছে। আমি কাউকে দোষ দিতে চাই না, তবে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।
তেলঙ্গানা বিধানসভায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) বিধায়ক আকবরউদ্দিন ওয়েইসি বলেন, আল্লু অর্জুন যখন শুনেছিলেন যে, সিনেমা চলাকালীন পদপিষ্ট হয়ে এক মহিলা মারা গেছেন, তিনি বলেন, এবার সিনেমা হিট হবে।
এ ঘটনার পর, রোববার আল্লু অর্জুনের বাড়ির সামনে এক দল বিক্ষোভকারী জমা হয়ে কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে স্লোগান দেন এবং এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানান। তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছেন, বাড়ির সামনে পাথর ছুড়ে এবং ফুলের গাছের টব ভাঙচুর করেছে।
এদিকে, তেলঙ্গানার ক্ষমতাসীন কংগ্রেস এর নিন্দা করেছে এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিধানসভায় আল্লুকে কটাক্ষ করেন। অন্যদিকে, বিজেপি এবং বিআরএস আল্লু অর্জুনের পাশে দাঁড়িয়েছে।
এ ঘটনাটি এখন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে, তবে আল্লু অর্জুন তার ভক্তদের শান্ত থাকতে এবং সঠিক পথে এগোনোর অনুরোধ করেছেন।
কেকে/এএম