নাটোরে ৬টি ট্রাকের সংঘর্ষে নিহত ১, ছয়জন আহত
নাজমুল হাসান, নাটোর
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:০৩ এএম আপডেট: ২৩.১২.২০২৪ ১১:০৭ এএম (ভিজিটর : ৮৫)
ছবি: প্রতিনিধি
নাটোরে ঘনকুয়াশার কারনে ৬টি ট্রাকের সংঘর্ষে হোসাইন নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এসময় অন্তত ৬ জন আহত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিক আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ভোরে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক নাটোরের সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় পাথর বোঝাই ট্রাকের পিছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সাথে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে যায়। পরে পাথর বোঝাই ট্রাকসহ দুর্ঘটনা কবলিত সব ট্রাকের ভেতর চালক ও তাদের সহকারীরা আটকা পড়ে।
ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাক চালক হোসাইন মারা যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটকা পড়াদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেই সাথে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
দূর্ঘটনার পর নাটোর বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত যানবহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এদিকে, ভোরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী মারা যান।
কেকে/এআর