কুমিল্লার চৌদ্দগ্রামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ভিডিও ভাইরাল হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) মধ্যরাত থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পারলে নেটিজেনদের মধ্যে ইন্দার ঝড় উঠে।
ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু । তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ভিডিওতে দেখা যায়, চৌদ্দগ্রাম কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে একা পেয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে স্থানীয় লোকজন। এর নেতৃত্ব দিচ্ছেন ১০-১২ জন ব্যক্তি। এ সময় তাকে এলাকা ছাড়ার হুমকি দেন। হামলাকারীরার কানুকে বলতে থাকেন এলাকায় থাকতে পারবেন না। এমনকি কুমিল্লায়ও থাকতে পারবেন না। কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও।
জানা গেছে, লাঞ্ছনার শিকার কানু আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রতিপক্ষ মিজানের পক্ষে কাজ করেন। তাই তৎকালীন এমপি মুজিবের রোষানলে পড়ে কয়েক বছর এলাকা ছাড়া ছিলেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা কানু বলেন- গতকাল দুপুর হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গালায় দিয়ে ভিডিও ধারণ করেন। অবশ্য তিনি হামলাকারীদের নাম বলতে রাজি হননি। তিনি বলেন ভিডিওতে দেখবেন কারা সম্পৃক্ত। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন- কার কাছে বিচার দিবো? আল্লাহ বিচার করবেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেন, এ ঘটনার সাথে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। সমর্থকে পর্যায়ের কেউ হয়ে থাকলেও আমরা বিচার নিশ্চিত করবো।
চৌদ্দগ্রাম থানার ওসি এটি এম আক্তারুজ্জামান বলেন রবিবার রাতে বিষয়টি তাকে নিজেই জানিয়েছেন মুক্তিযোদ্ধা কানু। এ ব্যাপারে তাকে থানায় অভিযোগ দায়েরে কথা বলা হয়েছে।
কেকে/এআর