আগুনে পুড়ে মুহূর্তেই শেষ দিদারুল আলমের স্বপ্ন
ইকবাল হোসেন জীবন, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০৬ পিএম (ভিজিটর : ৬৩)
ছবি: প্রতিনিধি
রাত সাড়ে ১২ টায় খবর আসে দিদারুল আলম কোয়ালিটি টেইলার্সের দোকানে আগুন লাগার খবর। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যায়। কষ্টের উপার্জনের ৫ লক্ষ টাকার সেলাই মিশেন কাপড় মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মিঠাছরা বাজারে সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাতে হঠাৎ করে টেইলার্সের দোকানে আগুন লাগে। মসজিদের মাইকে আগুন লাগার খবর বললে দ্রুত মানুষ জড় হয়ে আগুন নিবানোর চেষ্টা করে। স্থানীয় ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। না হলে বড় ধরনের ক্ষতি হতো। টেইলার্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কোয়ালিটি টেইলার্সের মালিক দিদারুল আলম জানান, তার স্বপ্নের প্রতিষ্ঠান মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিদিনের মত রাত ৮ টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। বিদ্যুৎ লাইনের সবকিছু চেক করে দোকান বন্ধ করি। কিভাবে আগুন লাগছে কোন ভাবেই বুঝা যাচ্ছে না। পথে বসার মত অবস্থা হয়ে গেছে। অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান দাড় করাইছি।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মিঠাছরা বাজারের কোয়ালিটি টেইলার্সের দোকানে আগুনে লাগার খবর শুনে দ্রুত ছুটে যায়। স্থানীয় ও ফায়ার ম্যানের সহযোগীতায় আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আসে। অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কেকে/এআর