শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ নেমে গেছে ১০ ডিগ্রিতে। এ কারনে শীত জেঁকে বসেছে শ্রীমঙ্গলে। ১০ ডিগ্রি তাপমাত্রায় শীতে কাঁপছে শ্রীমঙ্গল।
শ্রীমঙ্গলে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ আরো নামবে। বাড়বে শীত।
রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পরছে গোটা শ্রীমঙ্গল উপজেলা। শীত জেঁকে বসায় কষ্ট বেড়েছে শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষের। বিশেষ করে উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা বেশি। ভিড় বেড়েছে শীতবস্ত্রের দোকানগুলোতে। লেপ-তোষকের দোকানিরা পার করছে ব্যস্ত সময়। ভোরবেলা কুয়াশার কারনে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
এদিকে শীত বাড়ার সাথে সাথে বিচিত্র হতে শুরু করেছে এখানকার প্রকৃতির রুপ। চা-বাগানের সারি সারি ছায়াগাছগুলো সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধুসর কুয়াশার চাদরে। শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারন্য বাইক্কা বিলসহ হাওর, জলাশয় আর চা-বাগান লেকগুলো অতিথি পাখির কল-কাকলীতে মুখর হয়ে ওঠেছে।
শ্রীমঙ্গলের হাইল-হাওরের বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী জানান, পাখির অভয়ারণ্য বাইক্কা বিল অতিথি পাখির কিচির-মিচির, ডুবসাতার আর এদের খুনসুটিতে এক মধুর আবহ সৃষ্টি করেছে। আগত দর্শনার্থীরা এসব দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন।
প্রকৃতির এই রুপের সুধা পান করতে পর্যটকদের ভিড়ও বেড়েছে সবুজ ঘন চা বাগান, হাওর, বিল, জলাশয় আর চা-বাগান লেকসহ শ্রীমঙ্গলের নজরকাঁড়া নান্দনিক সৌন্দর্যময় পর্যটন স্পটগুলোতে। শীতে ভ্রমনের মজাই আলাদা। তাই শীতে ভ্রমনপিপাসুরা শ্রীমঙ্গলে এসে খোলা গাড়িতে হই-হুল্লোরে মেতে উঠেছেন। চলছে সেলফি তোলার ধুম। শ্রীমঙ্গলের রিসোর্ট, কটেজ, বাংলো, আবাসিক হোটেলগুলো পর্যটকদের ভিড় লেগেই রয়েছে।
পর্যটন সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, ডিসেম্বর মাসে স্কুলগুলোতে পরিক্ষা শেষে ছুটি থাকায় শ্রীমঙ্গলে পর্যটকের ভিড় বেড়েছে। তবে ট্রেনের টিকেট সংকট প্রকট আকার ধারন করেছে। নিয়মিত যাত্রি ছাড়াও পর্যটক বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে প্রচুর টিকেট সংকট দেখা দিয়েছে। চাহিদামতো টিকেট না পাওয়ায় অনেকেই পড়েছেন বিড়ম্বনায়। অনেককেই আসন না পেয়ে আসনবিহীন স্ট্যাণ্ডিং টিকেট নিয়ে ভ্রমন করতে দেখা গেছে। ট্রেনগুলোতেও ভিড় লেগে রয়েছে।
কেকে/এআর