সম্প্রতি ঘটে যাওয়া টঙ্গীর তুরাগ পাড়ে চারজন মুসল্লীদের হত্যা প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তাবলীগ জামাত (যোবায়ের) পন্থীরা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে চাটখিল আলিয়া মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ২২ ডিসেম্বর (রবিবার) বিকেলে চাটখিল দক্ষিণ বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামেয়া ওসমানীয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউসুফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আছেম।
আরও বক্তব্য রাখেন, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি শামসুল আরেফিন শামিম, সেক্রেটারি এহসানুল হক মাসুদ, নায়েবে মুহতামিম বদলকোট মাদরাসার মাওলানা ওমর ফারুক, ডাক্তার জহীর, খিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম কিরন, চাটখিল কাঁচা বাজার জামে মসজিদের খতিব মাওলানা ফজলে আহাদ, সিএন্ডবি মসজিদের খতিব মাওলানা মাহাবুবুল কবীর ও মিজানুর রহমান।
বক্তরা তাদের বক্তব্য বলেন, সা'দ পন্থীদে উপজেলার কোন মসজিদে ডুকতে দেওয়া হবে না। যারা মানুষ হত্যা করে ইসলামের ছায়াতলে আসতে চায়, তারা মুলত ভারতের "র" এর এজেন্ট। তারা সন্ত্রাস, ইসলাম কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না।
এরপর সমাবেশ শেষে, কামিল মাদরাসা মাঠ থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শুরু করে, আজিজ সুপার মার্কেট শহীদ মিনার মসজিদ মাঠে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাবেশ সম্পন্ন করেন।
কেকে/এআর