ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়ায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তালগাছিয়া এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। তিনি শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
ফাউন্ডেশনের আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালগাছিয়া দরবারের পীর সাহেব মুফতী নূরুল্লাহ্ আশরাফী, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন এবং ইউপি সদস্য মো. মাছুম বিল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা মো. খায়রুল ইসলাম হাওলাদার, মো. জহিরুল ইসলাম সবুজ, মো. মিজানুর রহমান তুহিন, মো. আশরাফুল ইসলাম আমিন, এনামুল হক রিন্টু, মো. কাউসার, মো. আবুল বাসারসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় শীতার্ত মানুষরা সহায়তা পেয়ে আনন্দিত হন। অনুষ্ঠান শেষে বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কেকে/এএম