মিরসরাই উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আবুল হাসেম নামে এক কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোররাতে মিরসরাই পৌরসদরের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাসেম জানান, তিনি মধ্যম তালবাড়িয়া বিদ্যালয়ের পূর্ব পাশে একটি জমিতে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু লাউ বিক্রিও করেছিলেন। কিন্তু সোমবার সকালে লাউ তুলতে গিয়ে দেখেন জমির সব লাউগাছ কেটে ফেলা হয়েছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কৃষক আবুল হাসেম ধারণা করছেন, পূর্ব শত্রুতার জেরে কেউ এই ঘটনা ঘটিয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিক রহমান বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত কৃষক এ ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কেকে/এএম