চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজে ডাকাতির ঘটনায় ৭ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই জাহাজটির স্টাফ বলে জানা গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনার খবর পাওয়া যায়।
জাহাজটির নাম ‘এমভি আল-বাখেরা’। স্থানীয় সূত্র জানিয়েছে, জাহাজটি নোঙর করা অবস্থায় ডাকাতরা আক্রমণ চালায়। বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুর অঞ্চলের নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর জানান, চাঁদপুর সদরের হরিণাঘাট সংলগ্ন মেঘনা নদীর এলাকায় এ ঘটনা ঘটে। নোঙর করা অবস্থায় থাকা জাহাজের স্টাফদের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
তিনি আরও বলেন, ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। তবে প্রতিরোধের মুখে ধারালো অস্ত্র ব্যবহার করে স্টাফদের হত্যা করে। ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় রয়েছে। তবে কী কারণে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এই ঘটনার পেছনে জড়িত, তা এখনও পরিষ্কার নয়।
ঘটনাস্থলে কোস্টগার্ড ও পুলিশ উপস্থিত থেকে তদন্ত চালাচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
বিস্তারিত আসছে...
কেকে/এএম