জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের উপর কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে ধানের হাট বসানোর কারণে এলাকাটিতে তীব্র যানজট লেগেই থাকে। যানজটের কারণে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কালাই বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে মাত্র ২০০ মিটার দূরে একটি ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও সেখানে ধানের হাট না বসিয়ে মহাসড়কে বেচাকেনা চালানো হচ্ছে। সপ্তাহে সাত দিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ বেচাকেনা চলতে থাকে। আমন ও ইরি মৌসুমে ধানের ব্যবসা থেকে প্রায় ১৫০-১৮০ কোটি টাকা লেনদেন হয়।
পাঁচশিরা বাজারে ধান বিক্রি করতে আসা কৃষকদের অভিযোগ, ইজারাদার ও ব্যবসায়ীরা নানা অজুহাতে তাদের কাছ থেকে খাজনা আদায় করেন এবং বাজারের অনিয়মিত মূল্য নির্ধারণ করেন।
মহাসড়কে ধানের হাটের কারণে অনেক সময় যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ঘটনার মুখে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, নির্ধারিত জায়গায় ধানের হাট বসালে দুর্ঘটনা ও যানজট দুই-ই কমবে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শামিমা আক্তার জাহান বলেন, মহাসড়কে ধানের বাজার বসানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঁচশিরা বাজারের ব্যবসায়ীরা মহাসড়কে ধানের বাজারের বিরোধিতা করে নির্ধারিত স্থানে বাজার গড়ার পক্ষে মত দিয়েছেন। এছাড়া চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ আকন্দও নির্ধারিত স্থানে বাজার স্থাপনের পক্ষে কথা বলেন।
তবে সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না আসা পর্যন্ত জনদুর্ভোগ লেগে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
কেকে/এএম