আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার নামে ঘুষ নেওয়া রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী (কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) মো. রায়হান মিয়াকে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক আদেশে অভিযুক্ত অফিস সহকারী রায়হান মিয়াকে মিঠাপুকুর থেকে জেলার কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়।
সম্প্রতি ওই অফিস সহকারীর বিরুদ্ধে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর আশ্রয়ন প্রকল্পে বৃদ্ধা কহিনুরকে ঘর দেয়ার নামে কয়েকধাপে ২৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠে।
অভিযোগের কথা স্বীকার করে খোলা কাগজকে মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে অফিস সহকারী রায়হান মিয়া বলেন, আমার অতো চাওয়া পাওয়া নেই। মিঠাপুকুরে এমনো লোক আছে দিনে ১০-২০ হাজার টাকা ইনকাম করে। আমিতো তার কাছে টাকা চেয়ে নেইনি। ঘর বরাদ্দ পাওয়ার পর ওই মহিলা খুশি হয়ে দুই দফায় বিশ হাজার টাকা চা খাওয়ার জন্য দিয়েছিল। আমি কাজ করে দেই জন্যই অনেকে খুশি হয়ে এক-দুই হাজার টাকা এমনি দেয়।
পরে গত বুধবার (১৮ ডিসেম্বর) ' চাওয়া পাওয়া বেশি না, চা খেতে ২০ হাজার ' শিরোনামে দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশিত হয়।
কেকে/এইচএস