কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় স্ক্যাপ ও ১৫০ সিসি এ্যাপাসি মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত ঐ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার বিকালে এস আই আসাদুজ্জামান এর নেতৃত্বে ফুলবাড়ী থানার পুলিশের একটি চৌকস টিম ধরলাম সেতুর পূর্ব পার্শ্বে মোটর সাইকেল তল্লাশি করে ৩০ বোতল স্ক্যাপসহ লালমনিরহাট জেলার রামকৃষ্ণ মিশন মোড় এলাকার মৃত আবুতালেব প্রধানের ছেলে আবু তৌহিদ প্রধান (৪৩) হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
কেকে/এমএস