টঙ্গীর ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের পক্ষ থেকে শুরাঈ নিজামের সাথীদের উপর অতর্কিত হামলায় আহত ও নিহতের ঘটনার বিচার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দুমকি উপজেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদি জনতা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার লেবুখালী বাউফল মহাসড়কের সরকারি জনতা কলেজ সংলগ্ন মদিনাতুল উলুম হিফয মাদ্রাসার সামনে থেকে এক প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জহরুল ইসলাম, ড. মো. লোকমান আলী, দুমকি উপজেলা তাবলীগের শুরা সদস্য মাওলানা রুহুল আমিন, দুমকি উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে দুমকি উপজেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদি জনতার পক্ষে মাওলানা রুহুল আমিন ও মাওলানা আবুল বাশার স্বাক্ষরিত স্বারকলিপি দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের কাছে ও পরে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন কাছে প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওলামা মাশায়েখ উক্ত কর্মসূচিতে যোগ দেন।
কেকে/এমএস