শিরোনাম: |
নবগঠিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সদস্য সচিব সোহেল হোসাইন। ছবি: সংগৃহীত
মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহ্বায়ক ও সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বাবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়াও শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবকে যুগ্ম আহ্বায়ক এবং তাসভীর উল ইসলামকে সদস্য সদস্য করে এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রাম বিএনপিতে কিছু মতভেদ রয়েছে। সেসব মিটিয়ে সবার সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করাই এখন লক্ষ্য।
এর আগে ২০১৬ সালে তাসভীর উল ইসলামকে সভাপতি এবং সাইফুর রহমান রানাকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য করে কমিটি গঠন করা হয়েছিল। তবে গত ২ মাস আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল।
কেকে/এইচএস