নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াখালী ইউনিটের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ১৩ অক্টোবর ছিল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগপূর্ণ মূহুর্তে কীভাবে নিজের, পরিবারের ও সমাজের সুরক্ষা নিশ্চিত করতে হয় তা এ ধরণের প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে। আমি চাই ছাত্রছাত্রীরা শুধু যে পড়াশোনায় নিমগ্ন থাকবে তা নয়, তারা দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করবে।
সভায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান, নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ।
কেকে/এজে