নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত একটি শিশুকে রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।
রোববার (২২ ডিসেম্বর) পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ গণমাধ্যমকে বলেন, অপহৃত শিশুটিকে গত শনিবার (২১ ডিসেম্বর) রংপুরের বদরগঞ্জ থানার বিচারপতির মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে, অপহরণের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ভিকটিমের বাবা নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা (২৪), জুয়েল (২৭), জোহরা (৪৪) ও রাজা (৪৯) নামের চারজনকে আসামী করা হয়েছে। গত ৬ অক্টোবর ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকা থেকে স্কুল থেকে বাসায় ফেরার পথে শিশুটিকে অপহরণ করে আসামিরা।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, সোহেল রানা ও তার সহযোগীরা প্রথমে শিশুটিকে ঢাকার গাবতলী এলাকায় নিয়ে যান। এরপর শিশুটিকে গাইবান্ধা জেলার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে তাকে আটকে রাখে। পিবিআইয়ের বিশেষ টিম অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মফিজুর রহমান জানিয়েছেন, গ্রেফতার কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি, তবে তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
কেকে/এএম