কুড়িগ্রামের রৌমারীতে ১৩ কেজি গাঁজাসহ মুন্নি আকতার (২৯) নামের এক নারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে উপজেলার মোড় সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নারী পল্লীবি থানার চান্দারটেকের বস্তির শাহজাদা হোসেনের কন্যা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আটক নারী ব্যাগে করে ১৩ কেজি গাঁজা নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে রৌমারী উপজেলার মোড় থেকে সিএনজিযোগে টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সিএনজি স্টেশন থেকে গোপনে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে তল্লাশি করে পুলিশ । তল্লাশি সময় ব্যাগে থাকা ১৩ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর হোসেন বলেন, ১৩ কেজি গাঁজাসহ মুন্নী আকতার নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
কেকে/এএম