ভারতের পশ্চিমবঙ্গ সরকার তসলিমা নাসরিনের আলোচিত নাটক ‘লজ্জা’ প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। লেখিকা অভিযোগ করেছেন, এ নিষেধাজ্ঞার পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা রয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তসলিমা জানান, গোবরডাঙা ও হুগলির পাণ্ডুয়ার নাট্যোৎসবে ‘লজ্জা’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। তবে হঠাৎ পুলিশ এসে জানায়, উৎসবে অন্যান্য নাটক প্রদর্শিত হবে, কিন্তু ‘লজ্জা’ প্রদর্শিত হতে পারবে না।
তসলিমা বলেন, পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘লজ্জা’ প্রদর্শিত হলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার আশঙ্কা রয়েছে। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশের ঘটনা নিয়ে লেখা ‘লজ্জা’ নিয়ে কেন পশ্চিমবঙ্গের মুসলিমরা উত্তেজিত হবে? যারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন শিল্প-সাহিত্যকে নিষিদ্ধ করা হয়?
নাটকটি নিয়ে দিল্লির নবপল্লী নাট্যসংস্থা ইতোমধ্যে তিনটি সফল প্রদর্শনী করেছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে পশ্চিমবঙ্গের নাট্যোৎসবে এটি মঞ্চস্থ করার অনুমতি দেওয়া হয়নি।
তসলিমা আরও উল্লেখ করেন, এর আগেও তার মেগাসিরিয়াল ‘দুঃসহবাস’, যা আকাশ ৮ চ্যানেলে সম্প্রচারিত হওয়ার কথা ছিল, রাজ্য সরকার বন্ধ করে দেয়। তিনি বলেন, একসময় আমাকে পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল। শিল্পীদের কণ্ঠরোধের এই প্রবণতা নিয়ে আর কতকাল একাই কথা বলতে হবে?
তসলিমা নাসরিনের ‘লজ্জা’ মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস, যা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কাহিনি তুলে ধরে। এটি প্রকাশের পর থেকেই বিতর্কিত এবং নিষিদ্ধ। পশ্চিমবঙ্গে নাটক হিসেবে এটি মঞ্চস্থ করার উদ্যোগ নেওয়া হলেও একই ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়ল।
কেকে/এএম