সোনারগাঁয়ে দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস
মো. মীমরাজ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৩ পিএম (ভিজিটর : ৪৪)
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস। ভ্রাম্যমাণ আদালতের আদালতের অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী কর্তৃপক্ষ।
সোমবার (২৩ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর প্রতাপেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, দীর্ঘদিন যাবত অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে একটি চক্র চুনা কারখানা ও ঢালাই কারখানা চালিয়ে আসছিল। খবর পেয়ে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভেকু দিয়ে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
কেকে/এএম