বুধবার, ২ এপ্রিল ২০২৫,
১৯ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ২ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীনে ড. ইউনূসের যে বক্তব্যে ভারতে তোলপাড়      ট্রাম্পের কাছে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত      চট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭      গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪২ ফিলিস্তিনি নিহত      চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      
গ্রামবাংলা
মেঘনা নদীতে নোঙর করা জাহাজে নারকীয় হত্যাকাণ্ড, নিহত ৮
স্টাফ রিপোর্টার, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৭ পিএম  (ভিজিটর : ১৪৯)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর খালের মুখে নোঙর করা সারবাহী জাহাজ এমভি আল-বাখেরা-তে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন কর্মচারী নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাহাজের বিভিন্ন কামরা থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে দুইজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন- জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিনচালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল, মাজেদুল ও জুয়েল। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, বিকেলে ৯৯৯-এ কল পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পাঁচজনকে ধারালো অস্ত্রের আঘাতে গলাকাটা অবস্থায় মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হামলার সময় তারা ঘুমন্ত ছিলেন।

জাহাজে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

জেলা প্রশাসক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয় অন্যান্য কার্গো জাহাজের স্টাফরা জানান, মাঝে মাঝে ডাকাতির ঘটনা ঘটলেও এমন নৃশংস হত্যাকাণ্ডের নজির নেই। তাদের দাবি, নদী পথের নিরাপত্তা জোরদারে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পাঁচজনের লাশ এবং তিনজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও নৌ পুলিশ।

জাহাজ মালিক পক্ষের প্রতিনিধি মো. কামাল হোসেন বলেন, ওয়ারলেসের মাধ্যমে ঘটনার খবর পেয়ে তারা নিরাপদ স্থানে জাহাজ রেখে ঘটনাস্থলে যান।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চীনে ড. ইউনূসের যে বক্তব্যে ভারতে তোলপাড়
ট্রাম্পের কাছে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪২ ফিলিস্তিনি নিহত
লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে শিশু গুলিবিদ্ধ

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে অস্ত্রের মুখে নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
বাঞ্ছারামপুরের রুপসদীতে বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে আবাদী জমি
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে ২ ভাই নিহত
তাড়াশে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close