মিরসরাইয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খৈয়াছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান প্রধান মেহমান ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি সাজিদ চৌধুরী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মিরসরাই আদর্শ শাখা সভাপতি সাকিব হোসাইন।
এতে মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খৈয়াছড়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ একরামুল হক, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক এম বোরহান উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খৈয়াছড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম সহ ইউনিয়ন ছাত্রশিবির, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।
আয়োজকরা জানান, ক্রিকেট টুর্নামেন্ট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়। ফাইনাল খেলায় বিজয় হয় খৈয়াছড়া ইউনিয়নের ৮ ও ৯ নং সম্মিলিত ওয়ার্ড়। রানার্সআপ মিরসরাই পৌরসভার।
কেকে/এআর