ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ দুর্ঘটনা রোধে সোমবার রাত ১১টা থেকে রাতভর হাঁসাড়া হাইওয়ে থানার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফটে বিতরণ করেন হাইওয়ে পুলিশ।
গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ডা. আ.ক.ম. আখতারুজ্জামান বসুনিয়ার
নেতৃত্বে মাইকিং, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জাহিদুর রহমান, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীসহ একাধিক হাইওয়ে পুলিশ অফিস ও ফোর্স।
অ্যাডিশনাল ডিআইজি ডা. আ.ক.ম. আখতারুজ্জামান বসুনিয়া বলেন, শীতকালে সাধারণত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। এবার ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে গত দুইদিনে দুর্ঘটনা অনেক বেড়ে গিয়েছে। একসাথে ৬/৭ত টা গাড়ী পরপর দুর্ঘটনাকবলিত হয়। আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রী এবং চালকদেরকে সচেতন করছি। বেপরাগতীতে যান চলাচলের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্যই আজকের এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন পুরো শীত কাল জুড়ে অব্যাহত থাকবে।
কেকে/এআর